Israel-Hamas Conflict

ইজ়রায়েলি হানায় গাজ়ায় নিহত এক চিত্রসাংবাদিক

গাজ়ার বিভিন্ন প্রান্তে লাগাতার হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী (আইডিএফ)। আল-মাগাজ়ি শরণার্থী শিবিরে দুই প্যালেস্টাইনি নিহত হয়েছেন। রাফা শহরের উত্তরে মিরাজ এলাকায় ইজ়রায়েলি গোলাবর্ষণে আরও এক জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

তেল আভিভ শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৫:৫১
Share:

গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা অব্যাহত। —ফাইল চিত্র।

গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা অব্যাহত। এক চিত্রসাংবাদিক-সহ আট জন নিহত হয়েছেন গত কাল। গাজ়ার সরকারি প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, আল-শিনা এলাকায় শুক্রবার দুপুরে শাদি আল-সালাফিতি নামে ওই সাংবাদিক ও আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

Advertisement

গত কাল গাজ়ার বিভিন্ন প্রান্তে লাগাতার হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী (আইডিএফ)। আল-মাগাজ়ি শরণার্থী শিবিরে দুই প্যালেস্টাইনি নিহত হয়েছেন। রাফা শহরের উত্তরে মিরাজ এলাকায় ইজ়রায়েলি গোলাবর্ষণে আরও এক জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, ঘরহারাদের তাঁবুগুলোও ছাড়ছে না ইজ়রায়েলিরা। খান ইউনিসে একটি তাঁবুকে নিশানা করেছিল তারা। তাতে তিন জনের মৃত্যু হয়েছে।

এ সব নিয়ে কোনও মন্তব্য করেনি আইডিএফ। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত কয়েক দিন ধরে গাজ়া স্ট্রিপের বেত লাহিয়ায় অভিযান চালাচ্ছিল তারা। সেখানে মাটির তলায় একটি রকেট লঞ্চার খুঁজে পাওয়া গিয়েছে। সেটিকে ধ্বংস করা হয়েছে। আইডিএফ-এর দাবি, রকেট লঞ্চারটির মুখ দক্ষিণ ইজ়রায়েলের দিকে নিশানা করা ছিল। একটি সুড়ঙ্গও খুঁজে পেয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সেই সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া কিছু জঙ্গি-পরিকাঠামো উদ্ধার হয়েছে।

Advertisement

এ সবের মধ্যে আজ ১৭ জন প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজ়রায়েল। কেরেম শ্যালম ক্রসিং দিয়ে তাঁদের গাজ়ায় ফেরত পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement