libido

আগে ইচ্ছাই করত না, নগ্ন হয়ে যোগ বাড়িয়েছে যৌনমিলনের আকাঙ্ক্ষা, দাবি মডেলের

ওই মডেলের নাম ক্যামিলা এলি। বাড়ি আমেরিকার মায়ামিতে।

Advertisement
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৫:১৭
Share:
যোগাভ্যাস করছেন ক্যামিলা এলি।

যোগাভ্যাস করছেন ক্যামিলা এলি।

যৌনতা নিয়ে তাঁর আগ্রহ কমে যাচ্ছিল। ভেবেছিলেন, আর যৌনমিলনে লিপ্ত হবেন না। কিন্তু নগ্ন হয়ে যোগাভ্যাস করার পর তাঁর সেই ইচ্ছা বদলেছে। যোগাভ্যাসের পর যৌনতার প্রতি আগ্রহ ফিরে আসায় তাঁর জীবনেও পরিবর্তন এসেছে। সম্প্রতি এক মডেল নিজেই এ কথা জানিয়েছেন।

Advertisement

ওই মডেলের নাম ক্যামিলা এলি। বাড়ি আমেরিকার মায়ামিতে। যৌনমিলনের ইচ্ছা না থাকার সমস্যায় বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন তিনি। স্বমেহন, ওষুধ খাওয়া ছাড়াও বিভিন্ন উপায়ে চেষ্টা চালিয়েছেন। পরে যোগের বিভিন্ন উপকারিতার ব্যাপারে জানতে পারেন তিনি।

ক্যামিলা এলি।

ক্যামিলা এলি।

ক্যামিলা বলেছেন, ‘‘আমি যোগাসন নিয়ে আগ্রহ হই। তার পর তা অভ্যাস করি। খাদ্যাভ্যাসও বদলেছি। এখন আমার যৌন মিলনের ইচ্ছা অনেকটাই বেড়েছে।’’ নগ্ন হয়ে যোগের ছবি নেটমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। যোগ-অভ্যাস শরীরকে আরও সবল করেছে বলে দাবি তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement