Protest in Foreign

সাত হাজার সই নিয়ে স্মারকলিপি গুতেরেসকে

নেদারল্যান্ডসের বাঙালিরাও সেখানকার ভারতীয় দূতাবাসে চিঠি দিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ০৯:৩৮
Share:

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

আর জি করে ডাক্তার-ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং এই মামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছেন বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অনেকেই। সেই লক্ষ্যেই একজোট হয়েছেন কলকাতা থেকে আমেরিকা, ব্রিটেন ও কানাডায় পাড়ি দেওয়া বাঙালিদের একটা বড় অংশ। ‘জাস্টিস ফর অভয়া’ নামে একটি সংগঠন তৈরি করেছেন তাঁরা। উদ্দেশ্য, এই ঘটনার স্বচ্ছ তদন্ত, পশ্চিমবঙ্গের চিকিৎসা প্রতিষ্ঠান জুড়ে কড়া নিরাপত্তা এবং জুনিয়র ডাক্তারদের জন্য বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করা। এই মর্মে তাঁরা একটি স্মারকলিপিও জমা দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের দফতরে। সাত হাজারের বেশি সই রয়েছে এই স্মারকলিপিতে।

Advertisement

নেদারল্যান্ডসের বাঙালিরাও সেখানকার ভারতীয় দূতাবাসে চিঠি দিয়ে দোষীদের শাস্তির দাবি করেন। এর আগে ১৪ অগস্ট আমস্টারডামে এই ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলে বাঙালি ছাড়াও যোগ দিয়েছিলেন ভারতীয় এবং ডাচ নাগরিকেরা।

আমেরিকার বাফেলো শহরেও চিকিৎসক খুনের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়েছিল। যোগ দিয়েছিল খুদেরাও (ছবিতে)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement