প্রথমবার মায়ের গলা শুনছে ক্রিস্টোফার। ছবি: টিকটক থেকে নেওয়া।
মায়ের মৃদু ডাক শুনে কোনও শিশুকে এ ভাবে চমকাতে দেখেছেন কখনও? এমনই এক শিশুর ভিডিয়ো অন্তত এক কোটি বার দেখলেন নেটাগরিকরা। ভাবছেন এমন কী আছে এই ভিডিয়োতে? আসলে এই শিশুটির শ্রবণ শক্তি দুর্বল ছিল। চিকিত্সকরা তার জন্য একটি শোনার যন্ত্রের ব্যবস্থা করেন। তারপরই সে প্রথমবার মায়ের গলা শুনতে পেয়ে চমকে উঠে, আনন্দে মাকে জড়িয়ে ধরে।
টিকটকে একটি অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চিকিত্সকের চেম্বারে শিশুটি বসে খেলছে। নাম ক্রিস্টোফার। এক পাশে তার মা বসে রয়েছেন। এবার চিকিত্সকরা শোনার যন্ত্রটি কানে লাগিয়ে দিলেও সেটি অন করেননি।
এক থেকে তিন পর্যন্ত গুনে যন্ত্রটি অন করে দেন চিকিত্সক। আর সেই সময় ক্রিস্টোফারের মাকে বলা হয় ছেলেকে ডাকতে। যেমন বলা তেমন কাজ। শোনার যন্ত্রটি অন হতেই তার মা কথা বলে ওঠেন। শিশুটি চমকে তার মায়ের দিকে তাকায়। হয়তো ভাবে মা এভাবে ডাকে তাকে!
আরও পড়ুন: প্রকাশ্য সৈকতে শরীরী খেলায় মত্ত যুগল, গ্রেফতারের পর পুলিশ ভ্যানেও থামল না!
মা-ছেলের এই ভিডিয়ো প্রায় ৩৪ লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে ভিউ পেয়েছে প্রায় এক কোটি। ভিডিয়োটি টিকটক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় রেডিট-এ ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: সমুদ্রের ঢেউয়ে ভেসে এল রহস্যময় প্রাণীর কঙ্কাল, ক্যামেরাবন্দি করলেন মহিলা!
দেখুন সেই ভিডিয়ো:
Boy scared when he hears for first time #viral #bestthingsince #xyzcba #fyp #foryoupage #feature #4u #foryou #featurethis #4upage #miracles