Ban of Abortion Pill

উঠল গর্ভপাতের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা

আমেরিকায় অধিকাংশ গর্ভপাতের ক্ষেত্রেই ‘মাইফপ্রিস্টোন’ নামে ওই ওষুধ ব্যবহার করা হয়। ২০০০ সালে ওষুধটিকে অনুমোদন দেয় আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ০৯:০৮
Share:
An image of pregnant woman

আমেরিকায় গর্ভপাতের অধিকার খর্ব প্রসঙ্গে নাগরিক স্তরে বিতর্ক চলছে বহুদিন ধরেই। প্রতীকী ছবি।

আমেরিকায় গর্ভপাতের অধিকার খর্ব প্রসঙ্গে নাগরিক স্তরে বিতর্ক চলছে বহুদিন ধরেই। এর মাঝে শুক্রবার গর্ভপাতের ওষুধ ‘মাইফপ্রিস্টোন’-এর বিক্রি বন্ধ নিয়ে নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ এনে শিরোনামে এল আমেরিকান সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, আপাতত সুলভেই পাওয়া যাবে বহুল ব্যবহৃত এই ওষুধ।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় অধিকাংশ গর্ভপাতের ক্ষেত্রেই ‘মাইফপ্রিস্টোন’ নামে ওই ওষুধ ব্যবহার করা হয়। ২০০০ সালে ওষুধটিকে অনুমোদন দেয় আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ। তবে টেক্সাসের এক ডিস্ট্রিক্ট কোর্টে এই ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা আনার দাবিতে মামলা দায়ের করেছিল গর্ভপাত বিরোধী এক সংগঠন। সেই মামলার রায়ে ওষুধটির ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয় ওই আদালত। যার পর জরুরি ভিত্তিতে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জো বাইডেনের প্রশাসন। নিম্ন আদালতের ওই রায় আটকানোর আর্জি জানায় বিচার মন্ত্রক।

সেই মামলায় সুপ্রিম কোর্ট ‘মাইফপ্রিস্টোন’-এর বিক্রি জারি রাখার পক্ষে রায় দেওয়ায় খুশি প্রশাসন। এই রায়কে স্বাগত জানান বাইডেনও। তাঁর কথায়, ‘‘নিম্ন আদালতের রায় বজায় থাকলে তা সাধারণের কাছে চিকিৎসা নিয়ে এফডিএ-র বিবেচনার প্রসঙ্গে ভুল বার্তা পৌঁছে দিত। মহিলাদের স্বাস্থ্যকেও ঠেলে দিত ঝুঁকির মুখে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন