৬০ বছরের পুরনো ঘড়ি শোরগোল ফেলে দিয়েছে। ছবি সংগৃহীত।
৬০ বছর আগে যে ঘড়ি ৭ হাজার টাকায় কেনা হয়েছিল, নিলামে সেই ঘড়ির দামই উঠল ৪১ লক্ষ টাকারও বেশি। ঘড়ি প্রস্তুতকারী সংস্থা রোলেক্সের এমনই একটি ঘড়ি শোরগোল ফেলে দিয়েছে। ১৯৬৪ সালে ওই ঘড়িটি কেনা হয়েছিল ৭ হাজার টাকায়। আর ২০২৩ সালে ব্রিটেনে নিলামে ঘড়িটির দাম উঠেছে ৪১ লক্ষ ১১ হাজার ৬৯২ টাকা।
ওই ঘড়িটি রোলেক্সের ‘সাবমেরিন মডেল’। যা ‘দ্য ডাইভার্স ওয়াচ’ নামেও পরিচিত। ১৯৫৩ সালে ওই মডেলটি বাজারে আনা হয়েছিল। সেটিই ছিল প্রথম জল নিরোধক ঘড়ি।
বিবিসি সূত্রে খবর, ঘড়িটির মালিক ছিলেন সাইমন বার্নেট। তিনি এক জন ডুবুরি হিসাবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর পুত্র পেটে বার্নেট নিলামে ঘড়িটি বিক্রি করেছেন। বিবিসি আয়োজিত একটি রোড শোয়ে ঘড়িটি প্রদর্শিত হয়।
নৌবাহিনীতে কর্মরত ছিলেন সাইমন। সেই সময় তিনি ওই ঘড়িটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন তাঁর পুত্র। পেটে বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।