United Kingdom News

ভিসার মেয়াদ শেষ, ব্রিটেনে আটক ৩৮ জন ভারতীয়

কারও ভিসার মেয়াদ শেষ গিয়েছে অনেক দিন। কেউ আবার বেআইনি ভাবেই পাড়ি জমিয়েছেন ভিন্‌মুলুকে। ভিসা সংক্রান্ত নিয়ম রক্ষিত হয়নি কোনও ভাবেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১২:০২
Share:

প্রতীকী ছবি।

কারও ভিসার মেয়াদ শেষ গিয়েছে অনেক দিন। কেউ আবার বেআইনি ভাবেই পাড়ি জমিয়েছেন ভিন্‌মুলুকে। ভিসা সংক্রান্ত নিয়ম রক্ষিত হয়নি কোনও ভাবেই। আর এই অভিযোগেই ৩৮ জন ভারতীয়কে আটক করল ব্রিটেনের অভিবাসন দফতর৷ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁরা ব্রিটেনে থাকছিলেন বলে অভিযোগ। আটকদের মধ্যে ৯ জন মহিলা রয়েছেন৷

Advertisement

সম্প্রতি ব্রিটেনের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা দু’টি কারখানায় অভিযান চালান। এম কে ক্লোদিং লিমিটেড এবং ফ্যাশন টাইম, ইউকে লিমিটেড নামে দু’টি সংস্থায় বহু দিন ধরেই ভারতীয়েরা কাজ করেন। কিন্তু ভিসা সংক্রান্ত নথি পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, সেখানকার প্রায় প্রত্যেক কর্মীরই ভিসার মেয়াদ শেষ হয়েছে। এবং তা পুনর্নবীকরণ করানো হয়নি। ওই তালিকায় আছেন ৩০ জনেরও বেশি প্রবাসী ভারতীয়। এর পাশাপাশি আরও সাত জন ভারতীয় বেআইনি ভাবেই নাকি ব্রিটেনে থাকছিলেন। তাঁদের সকলেই আটক করা হয়েছে।

আরও পড়ুন: ডোবাব মার্কিন রণতরী, সরাসরি হুঁশিয়ারি কিমের

Advertisement

ব্রিটেনের অভিবাসন নিয়ম অনুযায়ী, প্রত্যেক কর্মীর সমস্ত তথ্য নিয়োগকর্তার কাছে থাকা উচিত। কিন্তু, কর্মীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁদের দেশে রেথে কাজ করানোর দায়ে বড়সড় জরিমানার মুখেই পড়তে হবে সংস্থা দু’টিকে। যদিও ওই সংস্থাগুলির তরফে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেআইনি শ্রমিক নিয়োগ করা দেশের জন্য ক্ষতিকারক। এতে কর দেওয়ার ক্ষেত্রে যেমন কারচুপি হয়, তেমনই যাঁদের চাকরি প্রয়োজন তাঁদেরও বঞ্চিত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement