Rape

৩০০ রোগীকে ধর্ষণ! বেশির ভাগই শিশু, ফ্রান্সে প্রাক্তন শল্য চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার

তদন্তকারীরা জানাচ্ছেন, তিন দশকেরও বেশি সময় ধরে রোগীদের শিকার বানিয়েছেন চিকিৎসক। যদিও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১
Share:
রোগীদের ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

রোগীদের ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

চিকিৎসাধীন ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল ফ্রান্সের প্রাক্তন এক শল্য চিকিৎসকরের বিরুদ্ধে। সে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বছর চুয়াত্তরের ওই চিকিৎসকের বাড়ি থেকে এমন বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। চিকিৎসককে গ্রেফতার করে মামলা শুরু হয়েছে।

Advertisement

তদন্তকারীরা জানাচ্ছেন, বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। যা অত্যন্ত গুরুত্ব পূর্ণ। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিকিৎসকের লালসার শিকার হত বেশির ভাগ শিশুরাই। তার মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই রয়েছে। জেরায় তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, হাসপাতালের ঘরে যখন একা থাকত ওই রোগীরা, তখনই তাদের লালসার শিকার বানাতেন ওই চিকিৎসক।

তদন্তকারীরা জানাচ্ছেন, তিন দশকেরও বেশি সময় ধরে রোগীদের শিকার বানিয়েছেন চিকিৎসক। যদিও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যদি দোষী সাব্যস্ত হন চিকিৎসক, তা হলে তাঁর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, রোগীদের অচৈতন্য করে অভিযুক্ত চিকিৎসক তাদের ধর্ষণ করতেন। চিকিৎসকের বাড়ি থেকে ৩ লক্ষেরও বেশি অশ্লীল ছবি এবং ভিডিয়ো উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement