একটি মুসলিম জনগোষ্ঠীর উপরে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করল নিউ ইয়র্ক পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে নিউ ইয়র্কের গ্রিস শহরের একটি বাড়িতে হানা দিয়ে ২৩টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এর পরেই ২০ বছরের ব্রায়ান কোলানেরি, ১৮ বছরের অ্যান্ড্রিউ ক্রিসেল এবং ১৯ বছরের ভিনসেন্ট ভেট্রোমাইলকে গ্রেফতার করা হয়। বছর ষোলোর এক কিশোরকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘ইসলামবার্গ’ নামে একটি ধর্মীয় গোষ্ঠীর উপরে হামলার ছক কষেছিল তারা। অস্ত্রও জড়ো করেছিল। ‘মুসলিমস অব আমেরিকা’ নামে একটি মার্কিন সংগঠন ২০০ সদস্যের ‘ইসলামবার্গ’ গোষ্ঠীটি নিয়ন্ত্রণ করে। হামলা আটকে দেওয়ায় নিউ ইয়র্ক পুলিশকে ধন্যবাদ জানিয়েছে তারা।
প্রশাসনের মুখপাত্র জ্যারেড রেনে জানান, এক হাইস্কুল পড়ুয়ার কাছ থেকে তাঁরা খবর পান। সে কিছু ছাত্রের আলোচনা আড়াল থেকে শুনতে পেয়েছিল বলে জানিয়েছে পুলিশকে। এর পরে বাড়িটিতে হানা দেয় পুলিশ। অস্ত্রগুলির লাইসেন্স রয়েছে ধৃত তিন জনের মা-বাবার নামে। রেনে বলেন, ‘‘বাচ্চারা এক দম ঠিক কাজ করেছে। ওরা যা দেখেছিল, সন্দেহ হওয়ায় তাই নিয়ে আলোচনা করেছিল। সকলের মিলিত চেষ্টাতেই সফল হয়েছি আমরা। না হলে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটত।’’