Narendra Modi

News of the day: রাষ্ট্রপুঞ্জের সভায় মোদী, আজ থেকেই শুরু হতে পারে বৃষ্টি, শনিবার নজরে আর কী কী

বর্তমান কোভিড পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের ৭৬তম সম্মেলনে বক্তৃতা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:০০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কোয়াড দেশগুলির রাষ্ট্রনেতাদের পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা সফরে এর পর মোদীর গন্তব্য নিউ ইয়র্ক। আজ, শনিবার সেখানে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে ভাষণ দেবেন তিনি। বর্তমান কোভিড পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের ৭৬তম সম্মেলনে বক্তৃতা করবেন ভারতের প্রধানমন্ত্রী। ফলে আজ নজর থাকবে আন্তর্জাতিক ওই সম্মেলন এবং মোদীর ভাষণের দিকে।

Advertisement

ফের বৃষ্টি হতে চলেছে রাজ্যে। মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে আসছে। যার কারণে আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আজ রাত বা আগামিকাল, রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পাশাপাশি ঝড়েরও পূর্বাভাস রয়েছে। তবে নিম্নচাপটি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া সংক্রান্ত ওই খবরের দিকে আজ নজর থাকবে।

এ ছাড়া আজ নজর থাকবে ভবানীপুর উপনির্বাচনের ভোটপ্রচার এবং আইপিএল-এর জোড়া ম্যাচের দিকে। বিকেল সাড়ে ৩টে নাগাদ রয়েছে দিল্লি ও রাজস্থানের ম্যাচ। হায়দরাবাদ ও পঞ্জাবের ম্যাচ রয়েছে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement