হেঁটেই সীমান্ত পার

লাহৌর রেল স্টেশন এবং সংলগ্ন হোটেলে টানা তিন দিন কাটানোর পর পায়ে হেঁটে ওয়াঘা সীমান্ত পেরোলেন ৮৬ জন ভারতীয়। পাক সূত্রে খবর, গত বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসে ভারতে আসছিলেন প্রায় ২০০ জন যাত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৩:৫৬
Share:

লাহৌর রেল স্টেশন এবং সংলগ্ন হোটেলে টানা তিন দিন কাটানোর পর পায়ে হেঁটে ওয়াঘা সীমান্ত পেরোলেন ৮৬ জন ভারতীয়।

Advertisement

পাক সূত্রে খবর, গত বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসে ভারতে আসছিলেন প্রায় ২০০ জন যাত্রী। সে সময় পঞ্জাবে কৃষকদের প্রতিবাদ ঘিরে নিরাপত্তার কারণে ওয়াঘা সীমান্তে আটকে দেওয়া হয় সকলকেই। ফলে ট্রেনটি ফের লাহৌর স্টেশনে ফিরে আসে। তখনকার মতো যাত্রীদের লাহৌর স্টেশন সংলগ্ন হোটেলে থাকার ব্যবস্থা করে দেন পাক রেল কর্তৃপক্ষ। কিন্তু, পরে সেখান থেকে পাক যাত্রীরা
বাড়ি ফিরে গেলেও আটকে পড়েন ভারতীয় যাত্রীরা।

সোমবারও একই কারণে বাতিল করে দেওয়া হয় সমঝোতা এক্সপ্রেস। ফলে কার্যত হোটেলবন্দী হয়ে পড়েন ভারতীয় যাত্রীরা। পাক রেলমন্ত্রী বলেছেন, ‘‘কৃষক-বিক্ষোভের জেরে পর পর ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয়। ট্রেনের বিকল্প হিসেবে সড়ক পথে ভারতীয় যাত্রীদের ওয়াঘা পাঠানো ছাড়া আর কোনও অন্য উপায় ছিল না।’’ পঁচিশ জন মহিলা এবং দশটি শিশু-সহ মোট ৮৬ জন ভারতীয় যাত্রী শেষমেশ লাহৌর থেকে ওয়াঘা সীমান্তে পৌঁছোন। সোমবার তাঁরা পায়ে হেঁটেই সীমান্ত পেরিয়ে ভারতে
প্রবেশ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement