রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ানের বাড়িতে ডাকাতির কিনারা করল পুলিশ। ফ্রান্সের পুলিশ জানিয়েছে, ডাকাতির অভিযোগে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ৫০ থেকে ৭২ বছর বয়সী ধৃতেরা শহরের কুখ্যাত অপরাধী। গত ৩ অক্টোবরে কিমের প্যারিসের অ্যাপার্টমেন্টে ডাকাতি হয়। আগ্নেয়ান্ত্র ঠেকিয়ে কিম ও তাঁর দেহরক্ষীর হাত-পা বেঁধে বহুমূল্য গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন
প্রতিবন্ধী সাংবাদিককে ব্যঙ্গ, ট্রাম্পকে তীক্ষ্ণ আক্রমণ মেরিল স্ট্রিপের
পুলিশ সূত্রের খবর, সোমবার ভোর ৬টা থেকেই প্যারিসে অভিযান চালানো হয়। ৩৬ বছরের কিম কার্দাশিয়ানের মুখে যে টেপ বেঁধে ডাকাতি করা হয়েছিল তার ডিএনএ নমুনা পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এর পরই শহরে তল্লাশি অভিযানে নামেন পুলিশকর্মীরা। গ্রেটার প্যারিস থেকে ওই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম-পরিচয় গোপন রাখলেও তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৯৬ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা যাবে বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কে নিজের বাড়িতে বসেই ভিডিও-র মাধ্যমে ধৃতদের সনাক্ত করবেন কিম।