মাতৃভূমি লোকাল নিয়ে দ্বন্দ্ব নিরসনে সোমবার দিল্লিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ব্যস্ত সময়ে বিশেষ মহিলা ট্রেন মাতৃভূমি লোকালে পুরুষদের উঠতে দেওয়ার দাবি ঘিরে সম্প্রতি ধুন্ধুমার সংঘর্ষ বেধেছিল শিয়ালদহের দু’টি শাখায়। এই প্রেক্ষিতে রূপা একটি রিপোর্ট তৈরি করে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। যার প্রতিপাদ্য— কোন কোন শাখায় কোন কোন সময়ে যাত্রীসংখ্যার তুলনায় বেশি ট্রেন এবং কোথায় কখন তার উল্টোটা চলে। রূপার বক্তব্য, সময় ধরে যাত্রী ও ট্রেনের সংখ্যার মধ্যে ভারসাম্য রাখতে পারলে সমস্যার সমাধান করা যায়। সে জন্যই তিনি ওই রিপোর্ট রেলমন্ত্রীকে জমা দিয়েছেন। রেলমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনাই হয়েছে বলে দিল্লি সূত্রের খবর।