দলের ‘উত্থান দিবস’ পালন করতে আজ, সোমবার কলকাতায় আসছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ এবং সুরেশ পূজারী। কলেজ স্কোয়্যার থেকে গাঁধী মূর্তি পর্যন্ত আজ ‘মহামিছিল’ করবে রাজ্য বিজেপি। মিছিলের শেষে সংক্ষিপ্ত সভাও হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে রাহুল সিংহ বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার পর থেকে প্রতি বছর ৩০ নভেম্বর দল বড় কর্মসূচি নিয়ে আসছে। এখন রাহুলবাবুর সভাপতিত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রাজ্য সভাপতি পদের জন্য আরএসএসের প্রস্তাবিত নাম নিয়ে এখন আলোচনা চলছে দলের কেন্দ্রীয় স্তরে। এই রকম সাংগঠনিক জটিলতার মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকের কর্মসূচিতে ভিড় কমে যায় কি না, তা নিয়ে চিন্তাও রয়েছে দলীয় নেতৃত্বের। আজ মিছিলের পরে বিকেলে এবং আগামিকাল, মঙ্গলবার কলকাতাতেও বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের বৈঠক হবে। তবে সেখানে আলোচ্য বিষয়— আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি। বিজেপি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল, কৈলাস প্রমুখদের সঙ্গে আজ বৈঠক করবেন জেলা সভাপতি এবং জেলা পর্যবেক্ষকরা।