নির্বাচন কমিশনের সঙ্গে তাঁর সংঘাতের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বার তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দমদমের বিরাটিতে বুধবার রাতের সভায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অধীর যা মন্তব্য করেছেন, তা শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে বলেই তৃণমূল শিবিরের অভিযোগ। তবে এমন সব মন্তব্যের জেরে কংগ্রেসেরই পরিণতি খারাপ হবে বলে এ দিন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন।
স্থানীয় নেতা তাপস মজুুমদারের আয়োজনে দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ধনঞ্জয় মৈত্রের সমর্থনে এ দিনের সভায় অধীর বলেছেন, “গত কয়েক দিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত দেখছি। ওঁর যে আচরণ দেখছি, তাতে মনে হয়েছে, বাজারের এই ঝগড়ুটে মহিলাটি কে? মুখ্যমন্ত্রীকে দেখছি না সার্কাসের জোকারকে দেখছি, বুঝতে পারছি না!” জেলাশাসক এবং পুলিশ সুপারদের বদলি আটকাতে চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন তিনি।
পাশাপাশিই অধীরের মন্তব্য, তৃণমূল নেত্রীর কাছে হাতে-গরম কোনও বিষয় না-থাকায় বাংলা বনাম দিল্লি, এই মর্মে ভাবাবেগ উস্কে দিয়ে তিনি ‘পাগলামি’ করছেন! যে মুখ্যমন্ত্রী এখন কংগ্রেসকে এত গাল দিচ্ছেন, তিনি কিন্তু কংগ্রেসের উপরে ভর করেই এই জায়গায় এসে পৌঁছেছেন বলে অধীরের বক্তব্য। তৃণমূলের আরও দুই প্রথম সারির নেতা মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশেও কটূক্তি করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি।
এই আক্রমণের জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন, “অধীর চৌধুরীর রাজনৈতিক ওজন কত, বাংলার মানুষ জানেন!” পার্থবাবুর আরও দাবি, “কংগ্রেসের অস্তিত্ব এখন বিপন্ন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ, কটূক্তিই এখন তাদের কর্মসূচি! এ সব করলে কংগ্রেস যতটুকু আছে, এর পরে সেটুকু অস্তিত্বও আর থাকবে না!”