উপনির্বাচনের ফল আজ

সারদা-কাণ্ডে বাজার সরগরম। তারই মধ্যে আজ, মঙ্গলবার বেরোচ্ছে বসিরহাট দক্ষিণ এবং চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। এই অকাল ভোটে সারদা-কাণ্ডের কী প্রভাব ভাবে পড়ে, তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। লোকসভা ভোটের ফলের নিরিখে ওই দুই কেন্দ্রেই তৃণমূল পিছিয়ে। উপনির্বাচনে হারলে সারদা-কাণ্ডের মোকাবিলায় তৃণমূলের মনোবলে আরও ধাক্কা লাগতে পারে। বিজেপি এ রাজ্যে লোকসভা ভোটের সাফল্য উপনির্বাচনে ধরে রাখতে পারল কি না, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। গোলমাল ঠেকাতে ১৪৪ ধারা জারি হয়েছে গণনাকেন্দ্রগুলির সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৯
Share:

সারদা-কাণ্ডে বাজার সরগরম। তারই মধ্যে আজ, মঙ্গলবার বেরোচ্ছে বসিরহাট দক্ষিণ এবং চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। এই অকাল ভোটে সারদা-কাণ্ডের কী প্রভাব ভাবে পড়ে, তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। লোকসভা ভোটের ফলের নিরিখে ওই দুই কেন্দ্রেই তৃণমূল পিছিয়ে। উপনির্বাচনে হারলে সারদা-কাণ্ডের মোকাবিলায় তৃণমূলের মনোবলে আরও ধাক্কা লাগতে পারে। বিজেপি এ রাজ্যে লোকসভা ভোটের সাফল্য উপনির্বাচনে ধরে রাখতে পারল কি না, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। গোলমাল ঠেকাতে ১৪৪ ধারা জারি হয়েছে গণনাকেন্দ্রগুলির সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement