Yuvasree

‘যুবশ্রী’দের বিক্ষোভ

ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত থেকে এ দিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ৭ দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করা না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৫
Share:

'যুবশ্রী'দের বিক্ষোভ বেন্টিঙ্ক স্ট্রিটে। নিজস্ব চিত্র।

স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বেন্টিঙ্ক স্ট্রিটে শ্রম দফতরের কাছে বিক্ষোভ দেখালেন ‘যুবশ্রী’ প্রকল্পের তরুণ-তরুণীরা। ‘যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি’র প্রতিনিধিদের দাবি, তাঁদের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অধিকর্তা আশ্বাস দিয়েছেন, বন্ধ ভাতা ফের চালু হবে এবং নতুন আবেদনকারীদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা হবে। ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত থেকে এ দিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ৭ দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করা না হলে বৃহত্তর আন্দোলন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement