যুব কংগ্রেসের শহিদ দিবস পালন। —নিজস্ব চিত্র।
শাসক দল তৃণমূলের চেয়ে অনেক ছোট কলেবরেই ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ পালন করল কংগ্রেস। বাম জমানায় ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মহাকরণ অভিযান হয়েছিল, তার উদ্যোক্তা ছিল যুব কংগ্রেস। সে দিনের ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল ব্র্যাবোর্ন রোড। তার কাছাকাছি বড়বাজারে বুধবার শহিদ স্মরণ হল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান-সহ অন্যেরা। কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনেও অস্থায়ী শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘এই দিনটা আমাদের জন্য ১৩ জন কংগ্রেস শহিদকে শ্রদ্ধা জানানোর দিন।’’ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব বলেন, ‘‘ঘটনার পরে ২৮ বছর পেরিয়ে গেলেও শহিদেরা বিচার পাননি। সে দিনের যুব কংগ্রেস সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে কমিশন গড়া হয়েছে। কিন্তু তার রিপোর্ট এখনও দিনের আলো দেখেনি, অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। বরং, সেই ঘটনায় জড়িতদের কেউ কেউ পরে তৃণমূল সরকারেরই মন্ত্রী-সাংসদ হয়েছেন।’’ কংগ্রেসের বিভিন্ন জেলা দফতরেও এ দিন শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি হয়েছে
বিধান ভবনে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি