Congress

‘বিধানসভা চলো’র ডাক যুব কংগ্রেসের

‘নেশা নয়, চাকরি চাই’— এই স্লোগান সামনে রেখে আজ, সোমবার বিধানসভা অভিযান করবে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩
Share:

— প্রতীকী চিত্র।

আর জি কর-কাণ্ডে সব অপরাধীর শাস্তি এবং রাজ্যে কর্মসংস্থানের দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিল যুব কংগ্রেস। ‘নেশা নয়, চাকরি চাই’— এই স্লোগান সামনে রেখে আজ, সোমবার বিধানসভা অভিযান করবে তারা। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে।

Advertisement

তার মধ্যেই আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে যুব কংগ্রেস ‘বিধানসভা চলো’র পরিকল্পনা নিয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিকের বক্তব্য, আর জি কর-কাণ্ডে ন্যায়-বিচার এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মহীন তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের দাবির পাশাপাশি আবাস যোজনায় দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁদের এই কর্মসূচি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement