Youth Congress

বিদ্যুতের দাবিতে যুব কংগ্রেস  

যুব কংগ্রেসের দাবি, লকডাউনের জন্য বিপন্ন মানুষের কথা ভেবে ৬ মাস বিদ্যুতের বিল দেওয়া স্থগিত রাখা হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২০ ০৫:৪৬
Share:

সিএসসি দফতরের বাইরে বিক্ষভ ও দাবি পেশ যুব কংগ্রেসের।—নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝড় ‘আমপান’-এ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর দাবিতে এ বার সিইএসসি-র সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। ধর্মতলায় বুধবার বিক্ষোভের পরে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাস্তাতেই বিদ্যুৎসংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলে। এখনও বিদ্যুৎহীন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় স্বাভাবিকতা ফেরানোর দাবি জানিয়েছেন শাদাবেরা। পাশাপাশিই যুব কংগ্রেসের দাবি, লকডাউনের জন্য বিপন্ন মানুষের কথা ভেবে ৬ মাস বিদ্যুতের বিল দেওয়া স্থগিত রাখা হোক। বিদ্যুৎ ক্ষেত্রে কোনও সংস্থার একচেটিয়া রাজত্বের প্রথা অবসানের জন্য রাজ্য সরকারের উদ্যোগের দাবিও তুলেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement