Youth Congress

রাজভবনে বিক্ষোভ যুব কংগ্রেসের, গ্রেফতার

ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে জমায়েত করে মঙ্গলবার মিছিল নিয়ে রাজভবনের সামনে যান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৬:২২
Share:

রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ নিজস্ব চিত্র।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দেশ জুড়ে বেকারত্বের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে জমায়েত করে মঙ্গলবার মিছিল নিয়ে রাজভবনের সামনে যান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক। পুলিশ ব্যারিকেড করে রাজভবনের সামনে মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। কেন্দ্রীয় সরকার-বিরোধী প্ল্যাকার্ড নিয়ে রাজভবনের ফটকের সামনে বসে পড়েন যুব কংগ্রেসের কিছু নেতা-কর্মী। পরে যুব কংগ্রেস সভাপতি আজ়হার-সহ জনাপঞ্চাশেক কর্মী-সমর্থককে পুলিশ গ্রেফতার করে। ঝালদা পুরসভায় ‘গণতন্ত্রকে হত্যা’ করে প্রশাসক বসানোর প্রতিবাদে সোমবারও রাজভবনের বাইরে বিক্ষোভ করেছিল কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement