ফাইল ছবি
করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। সর্দি, কাশি ও দুর্বলতা দেখা দেওয়ায় সোমবার তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার তাঁর পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।
বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদহ গিয়েছিলেন শীর্ষেন্দু। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। মালদহ থেকে বাড়ি ফিরে আসার পর তাঁর সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। ক্লান্তি ও দুর্বলতা থেকে যাওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ খবর তিনি নিজেই জানিয়েছেন। লেখক বলেন, ‘‘জ্বর আসেনি কখনও। উপসর্গ হিসাবে ক্লান্তি, দুর্বলতার সঙ্গে স্বাদহীনতা রয়েছে।’’ আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।