বেআইনি: আগে এখানে ছিল ম্যানগ্রোভের ঘন জঙ্গল। তা সাফ করে তৈরি হয়েছে মাছের ভেড়ি। সাগরের চেমাগুড়িতে। নিজস্ব চিত্র
ম্যানগ্রোভ কেটে গঙ্গাসাগরের কাছে ঢেউসাগরে হেলিপ্যাড গড়া হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে একটি মামলার প্রেক্ষিতে সেই হেলিপ্যাড নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। এক দল বিশেষজ্ঞকে ঘটনাস্থল পরিদর্শন করে এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে তারা। এই মামলার আবেদনকারী সুভাষ দত্তকেও সেই বিশেষজ্ঞদলে থাকতে বলা হয়েছে।
ঢেউসাগরে ম্যানগ্রোভ ধ্বংস করে পরিবেশ নষ্টের অভিযোগে জাতীয় পরিবেশ আদালতে সোমবার মামলা করেন পরিবেশকর্মী সুভাষবাবু। মঙ্গলবার তার শুনানিতে বিচারকেরা উদ্বেগ প্রকাশ করে হেলিপ্যাড তৈরির কাজ স্থগিত রাখার নির্দেশ দেন।
ঢেউসাগরে তিন-তিনটি হেলিপ্যাড নির্মাণ করছে রাজ্যের পূর্ত দফতর। তার জন্য প্রচুর ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে। তা ছাড়াও সাগরদ্বীপের বেণুবন জেটিঘাটের পাশে ম্যানগ্রোভ কেটে খাস জমিতে ভেড়ি তৈরি করে চলছে মাছ চাষ। আনন্দবাজারে সেই খবর প্রকাশের পরেই তোলপাড় শুরু হয়। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে মঙ্গলবার জেলা প্রশাসনের পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। কাকদ্বীপের মহকুমাশাসক শৌভিক চট্টোপাধ্যায় বলেন, ‘‘পাঁচ সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট দিয়েছে। সেটি জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি।’’ গাছ ও মাটি কাটা চলবে না বলে ধবলাট গ্রাম পঞ্চায়েতের তরফে এ দিন মাইকে প্রচার চালানো হয়।