Reclaim the Night

রাতের রাজপথ মেয়েদের দখলে! কলকাতা থেকে শিলিগুড়ি জেগে উঠল মিছিলে, স্লোগানে, মশালে

আরজি কর-কান্ডের প্রতিবাদে বুধবার রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই ডাকেই ভিড় জমতে শুরু করেছে কলেজ স্ট্রিট, যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড এবং অ্যাকাডেমি চত্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:২৪
Share:

চন্দননগর স্ট্রান্ডে জোড়া ঘাটের সামনে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১১:৩৯ key status

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে জমায়েত ঝাড়গ্রামে

ছবি: সুদীপ্ত নায়েক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১১:৩৭ key status

বারাসতের ডাকবাংলো মোড়ে জমায়েত

বারাসতের ডাকবাংলো মোড়ে জমায়েত। বুধবার মধ্যরাতে।

—নিজস্ব চিত্র

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০১:৩৮ key status

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কামদুনি প্রতিবাদী মঞ্চ

—নিজস্ব চিত্র।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গলা মেলালো কামদুনি প্রতিবাদী মঞ্চ। উপস্থিত ছিলেন টুম্পা কোয়াল, মৌসুমী ঘোষ-সহ অনেকেই।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০১:১০ key status

শ্যামবাজারে মিছিল

—নিজস্ব চিত্র।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০১:০৯ key status

শ্রীরামপুরে জমায়েত

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:৩৬ key status

কলেজ স্ট্রিটে কোলের শিশুকে নিয়ে প্রতিবাদ মিছিলে

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:৩৪ key status

প্রেসিডেন্সি কলেজের সামনে মেয়েদের প্রতিবাদ কর্মসূচি

প্রেসিডেন্সি কলেজের সামনে জমায়েত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:২৮ key status

পার্ক সার্কাসে মোড়ে প্রতিবাদ কর্মসূচি

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:২৫ key status

অ্যাকাডেমির সামনে জমায়েত

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:২১ key status

যাদবপুর থানা এলাকায় প্রতিবাদ মিছিল

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:১৮ key status

রানাঘাটে মিছিল

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:১৪ key status

বসিরহাটে মেয়েদের রাতদখল

—নিজস্ব চিত্র।

বসিরহাটের ইটিন্ডা রোডের বোর্ড ঘাটে রাস্তা অবরোধ করে রাত জাগা কর্মসূচি শুরু করলেন মেয়েরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে তাঁদের কর্মসূচি চলছে ।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:০৬ key status

সিঁথির মোড়ে প্রতিবাদ কর্মসূচি

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০০:০৪ key status

ডানলপ মোড়ে রাতদখল

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৫৮ key status

কলেজ স্কোয়্যার থেকে সরাসরি

কলেজ স্কোয়্যার থেকে সরাসরি

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৫৬ key status

নাগেরবাজারে প্রতিবাদীদের জমায়েত

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৫৩ key status

উত্তরপাড়ায় মেয়েদের প্রতিবাদ

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৪৮ key status

হুগলির মশাটে প্রতিবাদ কর্মসূচি

মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশে মেয়েরা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৪৫ key status

সল্টলেকের করুণাময়ীতে প্রতিবাদ

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২৩:৪১ key status

মেদিনীপুর শহরে মেয়েদের প্রতিবাদ

মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশে মেয়েরা। —নিজস্ব চিত্র।

প্রতিবাদ মেদিনীপুর শহরেও। বুধবার রাত ৯টা থেকে শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বেলে শুরু হয় মিছিল। ‘আরজি করের ঘটনার বিচার চাই’ স্লোগান তোলা হয়। কর্মসূচি রাত ১২টায় শেষ হওয়ার কথা।।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement