জমি ছাড়া অম্বানীতে কী হবে, প্রশ্ন পথে

বন্ধ কারখানার জমিতে শিল্প গড়া এবং নতুন শিল্প আনার দাবিতে এর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চার দিনের পদযাত্রা করেছিলেন অধীরবাবুরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০৪:৩৭
Share:

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বইয়ে শিল্প বৈঠকে ব্যস্ত, তখনই শিল্পায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে ফের পথে নামল কংগ্রেস। শিল্পের দাবিতে দ্বিতীয় দফার পদযাত্রায় নেমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রী এর আগে সিঙ্গাপুর গিয়েছেন, জার্মানি গিয়েছেন। কিন্তু শিল্প এসেছে কি? এখন আবার উনি মুকেশ অম্বানীকে ধরেছেন। কিন্তু শিল্পের জন্য জমি অধিগ্রহণের নীতিই যেখানে নেই, সেখানে বিনিয়োগ করতে কেউ উৎসাহী হবে কেন?’’

Advertisement

বন্ধ কারখানার জমিতে শিল্প গড়া এবং নতুন শিল্প আনার দাবিতে এর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চার দিনের পদযাত্রা করেছিলেন অধীরবাবুরা। দ্বিতীয় দফায় বুধবার তাঁরা মিছিল করেছেন হাওড়ার দাশনগর থেকে পিলখানা পর্যন্ত। প্রদেশ সভাপতির বক্তব্য, গাড়ির কারখানা গড়তে বাধা পেয়ে রতন টাটাকে যে রাজ্য থেকে হাত গুটিয়ে নিতে হয়, সেখানে নতুন শিল্প আনতে বাড়তি পরিশ্রম দরকার। কিন্তু রাজ্য সরকার বছর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করলেও প্রকৃত বিনিয়োগ টানতে ব্যর্থ। অধীরবাবুর কথায়, ‘‘শিল্প বলতে আমরা কি মুড়িভাজা, তেলেভাজা আর ল্যাংচাহাবই বুঝব?’’

শিল্পের জন্য রাজ্যের উপরে চাপ বাড়ানোর পাশাপাশি পঞ্চায়েত ভোটের লক্ষ্যে গ্রামেও নজর দিতে চায় কংগ্রেস। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির জন্য আজ, বৃহস্পতিবার দলের জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ সভাপতি। তার পরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে যাবেন কংগ্রেস নেতারা। পর দিন শহরে মিছিল হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement