অনুব্রত মণ্ডল। (ডান দিকে) মেয়ে সুকন্যার সঙ্গে ছবি মণ্ডল।
চিকিৎসার নানা প্রচেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার সকালে মারা গেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল। দলীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ছবিদেবী। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল কলকাতার টাটা ক্যানসার হাসপাতালে।
স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ অনুব্রত। এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতার স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই কলকাতার উদ্দেশে রওনা দেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিত সিংহ, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ জেলা তৃণমূলের নেতৃত্ব।
আরও পড়ুন: ফাঁসি নিয়ে অনন্ত লড়াই চলতে পারে না: বোবডে
আরও পড়ুন: রেফার-ব্যাধিতে প্রসূতি মৃত্যু বেশি তিন হাসপাতালে
রাজনীতির পাশাপাশি স্ত্রীর চিকিৎসার জন্যও ছুটে বেড়াতেন অনুব্রত। এর আগে বিভিন্ন জনসভাতে স্ত্রীর অসুস্থতার কথা বলতে শোনা গিয়েছে অনুব্রতকে। স্ত্রীর দ্রুত আরোগ্য কামনার জন্য দলীয় সমর্থক-কর্মীদের উদ্দেশে বলতেন। স্ত্রীর অসুস্থতা নিয়ে যথেষ্ট মানসিক চাপে ছিলেন দাপুটে এই তৃণমূল নেতা। ছবিদেবী রেখে গেলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে।
গত বছরের এপ্রিলে অনুব্রতর মা পুষ্পরানি মণ্ডলের মৃত্যু হয়। তিনিও দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।