রাফাল-দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে আজ, শুক্রবার থেকে ৯ দিনের প্রতিবাদ কর্মসূচিতে নামছে কংগ্রেস। বাংলার দায়িত্বে থাকা এআইসিসি-র তিন সম্পাদক বি পি সিংহ, শরৎ রাউত ও মহম্মদ জাওয়াদও জেলায় জেলায় ঘুরবেন এই সময়ের মধ্যে। রাহুল গাঁধীর নির্দেশে দলের সর্ব স্তরের নেতা-কর্মী এবং কংগ্রেস-প্রভাবিত সংগঠন রাফাল-প্রশ্নে মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। তাতে সামিল হচ্ছে ‘কংগ্রেস লিটারারি সার্কল’ও। ওই মঞ্চের চিফ পেট্রন এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র বৃহস্পতিবার প্রশ্ন তুলেছেন, ‘‘দুর্নীতির ছোঁয়া থাকলেই যারা মন্ত্রিত্ব ছেড়ে চলে আসত, সেই তৃণমূল এত বড় দুর্নীতির অভিযোগ নিয়ে চুপ কেন? কেন তারা একটা কথাও বলছে না, সেটা তৃণমূলই বলতে পারবে!’’ মঞ্চের তরফে সোমেনবাবু ও প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলির বক্তব্য, প্রধানমন্ত্রীর এক ‘ব্যবসায়ী বন্ধু’র সুবিধা করে দেওয়ার জন্য সরকারি কোষাগার থেকে ৪১ হাজার ২০৫ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। স্বচ্ছ ভারতের কথা বলে মোদী সরকার ‘অস্বচ্ছ’ কাজকর্মের নজির তৈরি করছে বলে তাঁদের অভিযোগ।