২০২২-এ পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলা যথাক্রমে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পায়। ফাইল চিত্র।
যক্ষ্মা দূরীকরণের ‘নিক্ষয়’ অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে সোনা, রুপো, ব্রোঞ্জ তিন ধরনের পদক জিতল পশ্চিমবঙ্গ। শুক্রবার, বিশ্ব যক্ষ্মা দিবসে বারাণসীতে বিশেষ অনুষ্ঠানে বঙ্গের সাত জেলার স্বাস্থ্য আধিকারিকদের পুরস্কৃত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, ২০১৫-র তুলনায় যক্ষ্মা নির্মূলকরণের কাজ কতটা এগিয়েছে, সেই মাপকাঠিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। তাতে হাওড়া, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলা পেয়েছে সোনা। ওই তিনটি জেলায় ২০১৫ সালের তুলনায় ৬০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। রুপোর পদক পেয়েছে কোচবিহার। সেখানে সুস্থতার হার ৪০ শতাংশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে সুস্থতার হার ২০ শতাংশ। তারা পেয়েছে ব্রোঞ্জ পদক। স্বাস্থ্য মন্ত্রকের এই পুরস্কার প্রদান ২০২১ সালে শুরু হলেও সে-বছর বঙ্গের ভাগ্যে কিছু জোটেনি। ২০২২-এ পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলা যথাক্রমে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পায়। এ বছর সাতটি জেলা পুরস্কার পেল। এক স্বাস্থ্যকর্তা বলেন, “২০২৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এই সাফল্য অন্য সব জেলাকেও অনুপ্রাণিত করবে। সুস্থতার হার ৮০ শতাংশ হলে সেই জেলাকে যক্ষ্মামুক্ত তকমা দেওয়া হয়। আগামী বছরের মধ্যে সেটিও পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের।”