Bird flu

বার্ড ফ্লু নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন, আতঙ্কে পোল্ট্রি ব্যবসায়ীরা

এ রাজ্যের পোল্ট্রি ব্যবসায়ীদের দাবি, ভিন্‌রাজ্যে সংক্রমণের কারণে লক্ষ লক্ষ মুরগি মারা যাওয়ার ঘটনার পর, আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৯:০৭
Share:

বার্ড ফ্লু নিয়ে আতঙ্কে রয়েছে সারা দেশ। ছবি: পিটিআই

ন’টি রাজ্যে বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি হয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। এ রাজ্যে বার্ড ফ্লু-র কারণে এখনও মুরগি মারা যাওয়ার ঘটনা সামনে না এলেও, চিন্তায় রয়েছেন পোল্ট্রি মালিকেরাও। প্রশাসনিক স্তরেও বিষয়টি নজর রাখা হয়েছে। আজ, সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ড ফ্লু নিয়েও সব রাজ্যকে সতর্ক থাকতে পরামর্শ দেন।

Advertisement

এ রাজ্যের পোল্ট্রি ব্যবসায়ীদের দাবি, ভিন্‌রাজ্যে সংক্রমণের কারণে লক্ষ লক্ষ মুরগি মারা যাওয়ার ঘটনার পর, আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বার্ড ফ্লু-র গুজবে ব্যবসায় ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, “এখানে রাজ্যের তরফে এখনও সতর্কতা বার্তা এসে পৌঁছয়নি। তবে রাজ্যে প্রায় ৫ লক্ষ পোল্ট্রি মালিক রয়েছেন। এই কাজে জড়িত রয়েছে আরও ১৫ লক্ষ। পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে আমরা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

প্রশাসন সূত্রে খবর, এ রাজ্যে বার্ড ফ্লু-র কারণে এখনও কোনও মুরগি মৃত্যুর খবর মেলেনি। তবে প্রতিটি জেলায় প্রাণী সম্পদ বিভাগের তরফে নজর রাখা হচ্ছে। পোল্ট্রি মালিকদের এ বিষয়ে নজর রাখতে বলা হচ্ছে। অসুস্থতাজনিত কারণে মুরগির মৃত্যুর হলেময়নাতদন্ত করে দেখা হবে।

Advertisement

আরও পড়ুন: বহরমপুরে অধীরের সামনেই কৃষি আইন নিয়ে কংগ্রেসকে খোঁচা বিজেপি সাংসদের

আরও পড়ুন: ‘ওয়াশিং মেশিন নাকি! তৃণমূলে থাকলে কালো, বিজেপি-তে ভাল’, কটাক্ষ মমতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement