প্রতীকী ছবি।
পুরনো টিভি বদলে বিধায়কদের ঘরে নতুন টিভি লাগানো হচ্ছে। কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক আবাসে প্রায় শ’দুয়েক ঘর। কলকাতার বাইরের বিধায়কদের জন্য বরাদ্দ এই আবাসে বেশিরভাগ টিভিই অকেজো বলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়কেরা অভিযোগ জানিয়েছিলেন। তারপরই বিধানসভার হাউস কমিটি বিধায়ক আবাসের প্রতি ঘরে এলসিডি টিভি বসানোর সুপারিশ করে। হাউস কমিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘শ’খানেক নতুন টিভির টেন্ডার করা হয়েছে। ধাপে ধাপে বিধায়কদের ঘরে নতুন টিভি লাগানো হচ্ছে।’’ নতুন টিভির আগে মাস খানেক আগে সব বিধায়কের ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও লাগানো হয়েছিল।