দিলচাঁদ সিংহ
জ্ঞান ফিরেছে। চিকিৎসকের প্রশ্নের উত্তরে ঘাড় নেড়ে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। পর্যবেক্ষণের পরে চিকিৎসক জানান, অন্যের হৃদ্যন্ত্র বসানোর পরে দিলচাঁদ সিংহের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ভেন্টিলেশনে রাখার প্রয়োজন নেই। তবে আরও ৭২ ঘণ্টা না-কাটলে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।
সোমবার পূর্ব ভারতের প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেঙ্গালুরু থেকে হৃৎপিণ্ড সংগ্রহ করে কলকাতায় আনা হয়। তার পরে সেটি প্রতিস্থাপন করা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা বছর চল্লিশের দিলচাঁদের দেহে। অস্ত্রোপচারের পরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পর্যবেক্ষণের পরে চিকিৎসকেরা বলেছেন ভেন্টিলেশনের দরকার নেই। দিলচাঁদকে শল্য বিভাগের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ রাখা হয়েছে। তরল খাবার দেওয়া হয়েছে পাইপের সাহায্যে। বিশেষ কাচের ঘরে রেখে চলছে ধারাবাহিক পর্যবেক্ষণ। এ দিন দিলচাঁদের আত্মীয়স্বজন কাচের বাইরে থেকেই তাঁকে দেখেন। ভিতরে ঢুকে কথা বলতে দেওয়া হয়নি।
চিকিৎসকেরা জানান, যে-কোনও অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচারের পরেই সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। দিলচাঁদেরও জীবাণু সংক্রমণের ঝুঁকি খুব বেশি। তাই সংক্রমণ এড়াতে আইসিইউয়ের কাচের ঘরে প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি রয়েছে। চিকিৎসক ছাড়া অন্য কাউকেই ওই ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের কড়া অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে দিলচাঁদকে।
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অঙ্গ প্রতিস্থাপনের পরে সুস্থ জীবনযাপনের জন্য অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি। অধিকাংশ ক্ষেত্রে গ্রহীতা সেটা চালিয়ে যেতে পারেন না। ফলে জটিলতা তৈরি হয়, ঝুঁকি বাড়ে। দিলচাঁদের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার খরচ মাসে প্রায় ২০ হাজার টাকা হতে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। স্কুলশিক্ষক দিলচাঁদ সেই খরচ চালাতে পারবেন কি না, সেই বিষয়ে সংশয়ে রয়েছেন চিকিৎসকদের কেউ কেউ। কিছু বিশেষজ্ঞের বক্তব্য, এই সমস্যা শুধু দিলচাঁদের নয়। অঙ্গ প্রতিস্থাপনের পরবর্তী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অধিকাংশ ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অস্ত্রোপচারে কয়েক লক্ষ টাকা খরচ করার পরে মাসে মাসে কয়েক হাজার টাকার ওষুধ এবং নানা রকমের চিকিৎসা ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া বেশ কষ্টকর। তাই সফল অস্ত্রোপচারের পরেও অনেক ক্ষেত্রে দীর্ঘ জীবন মেলে না।
অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি স্তরে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা খরচ বহন নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই কেন? স্বাস্থ্য দফতরের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা অদিতিকিশোর সরকার জানান, বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পে আওতায় অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা খরচ চালাতে সরকারি সাহায্য দেওয়া হয়। যদিও অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা খরচ নিয়ে এখনও কোনও নীতি তৈরি হয়নি। তবে পরিকল্পনা চলছে।