রাতুল বন্দ্যোপাধ্যায়
ভাঙড়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন-প্রবণ এলাকায় বারবার নানা কাজে উপস্থিত থেকেছেন তিনি। উপদ্রুত এলাকায় চিকিৎসা শিবিরের আয়োজন করার কাজে সক্রিয় ভূমিকা নিয়েছেন বিভিন্ন সময়ে।
রবিবার রাতে তাঁর বেলঘরিয়ার বাড়িতে হানা দিয়ে সেই তরুণ ডাক্তার রাতুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর বিরুদ্ধে ‘আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে আগেই মামলা দায়ের করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তাদের বক্তব্য, অনেক দিন ধরেই রাতুলের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। আসন্ন পঞ্চায়েত ভোটের পটভূমিতে নির্বাচন কমিশনের বিধিনিয়ম মেনেই ওই চিকিৎসককে ধরা হয়েছে।
ঘাড়ের ব্যথার উপসর্গ-সহ স্নায়বিক সমস্যা এবং হাঁপানিতে কাবু রাতুলের শারীরিক অবস্থা নিয়ে তাঁর প্রিয়জনেরা উদ্বিগ্ন। সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত ডাক্তারকে। রাতুলকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ও কলকাতা মেডিক্যাল কলেজের কৃতী ছাত্র রাতুল দীর্ঘদিন ধরেই বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। গরিবের সুষ্ঠু চিকিৎসা এবং রাজ্যে বিভিন্ন গণ আন্দোলনের সহমর্মী ‘শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ’-এর প্রথম সারির মুখ বছর তিরিশের এই যুবক। তাঁকে গ্রেফতার করায় চিকিৎসক সমাজের অনেকেই প্রতিবাদে মুখর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাতুলের মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আবেদন জানিয়ে সই সংগ্রহের কাজও শুরু হয়ে গিয়েছে।
গত বছর ১৭ জানুয়ারি উত্তপ্ত ভাঙড়ে দু’জন গ্রামবাসী নিহত হন। পুলিশের গুলিতেই তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ। তখনই পুলিশের উপরে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে নকশাল নেতা অলীক চক্রবর্তী এবং গণ আন্দোলনে জড়িত আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় রাতুলেরও নাম আছে। তাঁকে ‘ফেরার’ বলে উল্লেখ করে চার্জশিট পেশ করেছে পুলিশ।
ভাঙড়ের গণ আন্দোলন সংহতি কমিটির তরফে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে ভাঙড় এবং অন্যত্র বিরোধীদের মনোনয়নপত্র পেশে বাধা দেওয়ার পাশাপাশি গণ আন্দোলনের সমর্থকদের ভয় দেখাতে রাতুলকে গ্রেফতারের জন্য পুলিশ ঠিক এই সময়টাকেই বেছে নিয়েছে।
রাতুলের বিরুদ্ধে পুলিশের উপরে হামলার অভিযোগ মানতে চাননি গণ স্বাস্থ্য আন্দোলনের দীর্ঘদিনের নেতা ও চিকিৎসক পুণ্যব্রত গুণ। তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে দুর্গত এলাকায় চিকিৎসার কাজে রাতুল আমাদের সঙ্গে থেকেছে। ভাঙড়ে কাজ করার জন্য তার এই ভোগান্তি দুর্ভাগ্যজনক।’’
ভাঙড়ের গণ আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের যৌক্তিকতা নিয়ে একটি মামলা চলছে হাইকোর্টে। ভাঙড় সংহতি কমিটির তরফে কুশল দেবনাথ বলেন, ‘‘এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে বড়সড় আন্দোলন শুরু হবে।’’