প্রতীকী ছবি।
মাত্র ৩১ দিনের মাথায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হল।
বুধবার দুপুর ২টোয় নিজেদের ওয়েবসাইটে এই পরীক্ষার ফল প্রকাশ করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এ দিন থেকেই বিকেল ৪টে থেকে ওই ওয়েবসাইটে তা দেখতে পারবেন পড়ুয়ারা। চলতি বছরে প্রথম হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের অভিনন্দন বসু। দ্বিতীয় হয়েছেন শহরের হরিয়ানা বিদ্যামন্দিরের দেদীপ্য রায়। তৃতীয় হয়েছেন ডি পি এস (রুবি পার্ক)-এর অর্চিষ্মান রায়। এ দিন টুইট করে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২২ এপ্রিল জয়েন্টের পরীক্ষা হয়েছিল। বোর্ড সূত্রে খবর, এ বার মোট ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন এই পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন। মোট ১ লক্ষ ৫ হাজার ৮১ জন ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যতামান পার হয়েছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় র্যাঙ্ক জানা যাবে www.wbjeeb.in ওয়েবসাইট থেকে। এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে www.wbjeeb.nic.in থেকে।
আরও পড়ুন
দলে আসতে আবেদন করুন, বয়ান তৈরি তৃণমূলে
জয়েন্টে সেরা দশ
র্যাঙ্ক
নাম
স্কুল
জায়গা
প্রথম
অভিনন্দন বসু
সাউথ পয়েন্ট স্কুল
কলকাতা
দ্বিতীয়
দেদীপ্য রায়
হরিয়ানা বিদ্যামন্দির
কলকাতা
তৃতীয়
অর্চিষ্মান রায়
ডি পি এস
রুবি পার্ক
চতুর্থ
শুভম অগ্রবাল
সেন্ট টমাস বয়েস স্কুল
ডায়মন্ড হারবার রোড
পঞ্চম
দেবজ্যোতি কর
এ পি জে স্কুল
সল্টলেক
ষষ্ঠ
নমন বিয়ানি
শ্রী শ্রী অ্যাকাডেমি
আলিপুর
সপ্তম
ঋত্বিক গঙ্গোপাধ্যায়
হেমশীলা মডেল স্কুল
দুর্গাপুর
অষ্টম
রণজয় মিদ্যা
অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল
কলকাতা
নবম
অভিষেক শ্রীবাস্তব
সেন্ট জেভিয়ার্স স্কুল
রাঁচী
দশম
আরুষি বিদান্ত
দ্বারকা নগর
কলকাতা