আর কাউকে না! বাংলায় এখন শুধু বুদ্ধদেব ভট্টাচার্যকেই তিনি ‘বামপন্থী’ মনে করেন বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুর-নন্দীগ্রামে বুদ্ধবাবুর সরকারের বিরুদ্ধে লড়াই করেই রাজ্যে ‘পরিবর্তন’ এনেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর মনোভাবের ‘পরিবর্তন’ দেখা যাচ্ছে। একটি বৈদ্যুতিন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা মঙ্গলবার বলেছেন, ‘‘সিপিএম দলটাকে বিক্রি করে দিয়েছে! না আছে আদর্শ, না আছে পরিকল্পনা। বুদ্ধবাবুর সঙ্গে যতই আমার ঝগড়া থাক, বলতে পারি একমাত্র ওঁরই একটা আদর্শ আছে। আগে জ্যোতিবাবুরও (বসু) ছিল। তাঁরা বামপন্থী।’’ বিজেপির বিরুদ্ধে ফে়ডারাল ফ্রন্টে সব দলকে স্বাগত জানিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় এখন আর কেউ প্রকৃত ‘বামপন্থী’ নেই। মমতার কথায়, ‘‘বাংলায় যে ক’জন বামপন্থী আছেন, তাঁদের মধ্যে বুদ্ধবাবু ছাড়া আর কাউকে আমি বামপন্থী বলে মনে করি না!’’