রাজ্যের শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে হাল্কা মেজাজে তিস্তার নাম করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার শান্তিনিকেতন থেকে ফেরার পরে সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে কয়েক জন শিল্পকর্তার সঙ্গে ঘরোয়া বৈঠক করেন হাসিনা। বৈঠক শেষে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ বলেন, ‘‘এ রাজ্যের এক শিল্পকর্তা ‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’, এই গানটির দু’টি পংক্তি বলেছিলেন। তখন প্রধানমন্ত্রী হেসে বলেন, আর তিস্তাকে বাদ দিলেন?’’
তবে আব্দুল মতলুবের দাবি, তিস্তা একটি রাজনৈতিক বিষয়। তার সঙ্গে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বা এ দিনের বৈঠকের কোনও সম্পর্ক নেই। ওই গানটিতে যে তিস্তার উল্লেখ নেই, তা সকলেই জানেন। হাসিনাও রসিকতার ছলেই তিস্তার কথা বলেছেন। শিল্পকর্তারাও তা বুঝেছেন। এর সঙ্গে অন্য কোনও সূত্র খোঁজা একেবারেই ঠিক নয়।