Migrant workers

অজমের থেকে ফিরলেন শ্রমিকরা, ১৪ জেলায় পৌঁছে দিচ্ছে রাজ্য

মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হলে তাঁদের বাসে করে নিকটবর্তী এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। কেরল থেকে শ্রমিকদের আনা হচ্ছে ট্রেনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৩:৩৭
Share:

বিশেষ ট্রেনে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা। —নিজস্ব চিত্র।

রাজস্থানের অজমের শরিফ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে পৌঁছল বিশেষ ট্রেন। মঙ্গলবার ১০টা ৪০ মিনিট নাগাদ ডানকুনি স্টেশনে ঢোকে ওই ট্রেনটি। তার পর মেডিক্যাল ক্যাম্পে পরিয়ায়ী শ্রমিক-সহ ভিন্ রাজ্যে আটকে পড়াদের শারীরিক পরীক্ষা করা হয়। আগে থেকেই রাজ্য পরিবহণ দফতর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া জন্য বাসের ব্যবস্থাও করেছিল। মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হলে তাঁদের বাসে করে নিকটবর্তী এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। কেরল থেকে শ্রমিকদের আনা হচ্ছে ট্রেনে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আগেই জানিয়েছিলেন, ‘‘অন্য রাজ্যে আটকে পড়া আমাদের রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে অজমের ও কেরল থেকে ২৫০০-র বেশি পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্র-ছাত্রী ও রোগীদের নিয়ে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। ফিরে আসা প্রত্যেকেরই স্বাস্থ্যপরীক্ষা হবে প্রোটোকল মেনে।’’ প্রত্যেকের নামের তালিকা নথিবদ্ধ করা হচ্ছে, যাতে পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনে খোঁজ নেওয়া যায়।

ডানকুনি স্টেশনে হাজির ছিলেন মন্ত্রী মলয় ঘটক, তপন দাশগুপ্ত, রাজ্য পরিবহণ নিগমের এমডি রাজেনবীর সিংহ কাপূর, হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও-সহ পুলিশ এবং স্বাস্থ্য আধিকারিকেরা। ট্রেনে করে ফেরার পর এ রাজ্যের বাসিন্দাদের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, কলকাতা, মালদা, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, উত্তর দিনাজপুর এবং দুই মেদিনীপুরে বাসে করে তাঁদের গন্তব্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন প্রায় ১২০০ জন আসেন ওই বিশেষ ট্রেনে।

Advertisement

ডানকুনি স্টেশন থেকে বাসে চেপে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: দেশকে চাঙ্গা করতে চাই বড়সড় আর্থিক প্যাকেজ, রাহুলকে জানালেন অভিজিৎ বিনায়ক​

আরও পড়ুন: কোন জেলায় করোনা আক্রান্ত কত, মৃত কত, তালিকা দিল রাজ্য সরকার​

করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর, বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বহু মানুষ। পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক, রোগী, তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে এ বার রাজ্য উদ্যোগী হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে পড়ায় আর্থিক ভাবেও তাঁদের সমস্যা হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে বাইরের রাজ্য থেকে আসা লোকজনের মাধ্যমে সংক্রমণ যাতে বেড়ে না যায়, তা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আটকে পড়া মানুষজনদের ফেরাতে, যে রাজ্য থেকে ট্রেন ছাড়বে, সেই রাজ্যের প্রশাসনই সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীতালিকা তৈরি করে রেলকে দেবে। ট্রেনে ওঠার সময়ে হবে স্বাস্থ্য পরীক্ষা। গন্তব্যে পৌঁছনোর পরে আরও এক বার।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement