State News

জয়েন্টে প্রথম কলকাতার দেবাদিত্য, মেধা তালিকায় টেক্কা জেলারই

সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়েন্ট বোর্ডের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে ফল জানা যাবে।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৪:৩৪
Share:

—ফাইল চিত্র

৪৩ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্টের ফল। প্রথম হয়েছেন কলকাতার বিড়লা হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক। এবার মোট ১ লক্ষ ৪৩৩ জন ইঞ্জিনিয়ারিংয়ে এবং ১ লক্ষ ১৭৫ জন ফার্মাসিতে সফল হয়েছেন। পাশের হার ৭৮ শতাংশ। মেয়েদের পাশের হার ২২ শতাংশ। সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়েন্ট বোর্ডের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে ফল জানা যাবে। ফল জানা যাবে, www.wbjeeb.nic.in/ www.exametc.com/ www.wbjeeb.in এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করে। এসএমএস-র মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা। www.exametc.com ওয়েবসাইটে পড়ুয়ার তাঁর রোল নম্বর ও ফোন নম্বর নথিভুক্ত করে রাখতে পারেন। তাছাড়া মেসেজের রাইট অপশনে গিয়ে লিখতে হবে WBJEE।তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২।

Advertisement

আরও পড়ুন: লক্ষ্য আইএএস, ক্যানসারকে হারিয়ে সোনার পদক এই দৃষ্টিহীন মেয়ের


*১২ মে থেকে কাউন্সিলিং শুরু হবে।

Advertisement

*২৩টি রিপোর্টিং সেন্টার খোলা হবে।

* পরের বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নেওয়া হবে ১২ এপ্রিল(রবিবার)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement