‘যা করণীয়, সেটাই করব’, বাংলায় পঞ্চায়েত ভোট পরিদর্শন করে বললেন রাজ্যপাল বোস

শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শহর লাগোয়া পঞ্চায়েত এলাকা এবং বারাসতে যান রাজ্যপাল। সন্ধ্যায় রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৯:৪৪
Share:

রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোট দেখতে শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যায় রাজভবনে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনৈতিক হিংসার সমালোচনা করলেন। কিন্তু এড়িয়ে গেলেন নিজের করণীয় প্রসঙ্গ।

Advertisement

বাংলায় পঞ্চায়েত নির্বাচন দর্শনের অভিজ্ঞতা সংক্রান্ত রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল বোস। কিন্তু সেই রিপোর্টে কি কোনও ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে? সরাসরি প্রশ্নের জবাব দেননি তিনি। বলেছেন, ‘‘রাজ্যপালের যা কাজ, সেটাই করব।’’

শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে প্রথমে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতে গিয়েছেন তিনি। এর পর যান বারাসতে। কদম্বগাছিতে শুক্রবারের সংঘর্ষস্থলে। সেখানে নির্দল প্রার্থী তসলিমা বিবির সমর্থক গুলিবিদ্ধ আবদুল্লার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

Advertisement

বারাসত হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে, রাজ্যপাল পঞ্চায়েত ভোটে হিংসার নিন্দা করে বলেন, ‘‘লড়াইটা বুলেটের নয়, ব্যালটের। আজ গণতন্ত্রের পবিত্র দিন। নাগরিকেরা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা প্রশাসনের নিশ্চিত করা উচিত। এক জনের মৃত্যুও কাম্য নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা হচ্ছে।’’

উত্তর ২৪ পরগনার পরে নদিয়াতেও ভোট পরিদর্শনে যান রাজ্যপাল বোস। প্রসঙ্গত, রাজ্যপাল ভোট পরিদর্শনে যাচ্ছেন এমন ঘটনা এ রাজ্যে নজিরবিহীন। তিনি যে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় শনিবার পঞ্চায়েত ভোট দেখতে যাবেন তা শুক্রবার রাতেই রাজভবনের তরফে ওই দুই জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement