Drinking water

প্রকল্পের টাকা খরচ করতে পারেনি রাজ্য: কেন্দ্রীয় মন্ত্রী

শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরে দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিক বৈঠকে এ কথা জানান মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

গাইঘাটা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০৪:২১
Share:

—প্রতীকী ছবি

বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে এ রাজ্যের ভূমিকা দেশের মধ্যে সব থেকে খারাপ বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। সেই সঙ্গে দাবি করলেন, বাড়ি বাড়ি আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র বছর তিনেক আগেই রাজ্যকে ১৩০০ কোটি দিয়েছিল। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু এর ৬৩৩ কোটি টাকা এখনও খরচ করে উঠতে পারেনি মমতার সরকার।

Advertisement

শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরে দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিক বৈঠকে এ কথা জানান মন্ত্রী। বলেন, ‘‘এই অঞ্চলে আর্সেনিক একটা বড় সমস্যা। কিন্তু এটা অত্যন্ত দুঃখের, রাজ্য সরকার প্রকল্পের পুরো টাকা খরচ করতে পারেনি। ৬৩৩ কোটি টাকা পড়ে আছে।’’

কেন্দ্রীয় মন্ত্রী অসত্য বলছেন বলে দাবি করে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের জন্য কেন্দ্র কোনও টাকাই দেয়নি। নৈহাটি থেকে গঙ্গার জল এনে তা পরিস্রুত করে হাবড়া-গাইঘাটায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে। ওই কাজে রাজ্য সরকারের ইতিমধ্যে ৯৮৩ কোটি টাকা খরচ হয়েছে।’’

Advertisement

আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, ‘‘আর্সেনিকমুক্ত পানীয় জলের জন্য কেন্দ্র কিছু প্রকল্পে টাকা দিয়েছে বলে শুনেছি। বিহার, উত্তরপ্রদেশেও প্রকল্প আছে। কিন্তু কোথাও সমস্যা মেটেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement