ঋণ মেটাতেই নতুন ঋণ, দাবি অমিতের

ছিল এক লক্ষ ৯১ হাজার ৮৩৫ কোটি টাকা। গত অর্থবর্ষের শেষে তা বেড়ে হয়েছে দু’লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি। বাম আমলের শেষে আগের সরকারের রেখে যাওয়া ঋণ এবং তৃণমূল সরকারের আমলের নেওয়া ঋণের তথ্য দিতে গিয়ে মঙ্গলবার বিধানসভায় এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০৩:২১
Share:

ছিল এক লক্ষ ৯১ হাজার ৮৩৫ কোটি টাকা। গত অর্থবর্ষের শেষে তা বেড়ে হয়েছে দু’লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি। বাম আমলের শেষে আগের সরকারের রেখে যাওয়া ঋণ এবং তৃণমূল সরকারের আমলের নেওয়া ঋণের তথ্য দিতে গিয়ে মঙ্গলবার বিধানসভায় এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

তাঁর দেওয়া তথ্য বলছে, বর্তমান সরকারের আমলে অতিরিক্ত ৮২ হাজার ৯৬৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। কেন এত ঋণ নিতে হচ্ছে, তার ব্যাখ্যাও দেন অর্থমন্ত্রী। কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন সরকারকে এ-পর্যন্ত ঋণ শোধের জন্য খরচ করতে হয়েছে ৭৬ হাজার ৩৪৬ কোটি টাকা। তাঁর দাবি, ‘‘আমরা যা উপার্জন করছি এবং যা নতুন ঋণ নিচ্ছি, তার অধিকাংশই পুরনো ঋণ মেটাতে বার করে দিতে হচ্ছে।’’

এই হিসেব পেশ করে মন্ত্রী জানান, প্রকৃতপক্ষে বর্তমান সরকার মাত্র ছ’হাজার ১১৯ কোটি টাকা ঋণ নিয়েছে। ‘‘এই কারণেই আমরা কেন্দ্রের কাছে মোরেটরিয়াম চেয়েছি,’’ বলেছেন অমিতবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement