ছবি: সংগৃহীত।
স্কুলগুলিতে ছটের ছুটি নিয়ে বিভ্রান্তি কাটাতে বিজ্ঞপ্তি দিতে হল মধ্যশিক্ষা পর্ষদকে। শুক্রবার ওই বিজ্ঞপ্তিতে পর্ষদ জানায়, সোমবার স্কুলগুলিতে ছটের অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।
এর আগে পর্ষদের নমুনা ছুটির তালিকায় ছটের ছুটি ছিল আজ, শনিবার। ছট শনিবারেই। অর্থ দফতর সম্প্রতি ছুটির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বহু সরকারি প্রতিষ্ঠানে শনিবার ছুটি থাকে। তাই ছটের ছুটি দেওয়া হয় সোমবার। সেই তালিকায় ছিল শিক্ষা প্রতিষ্ঠানও। তাতেই প্রশ্ন ওঠে, স্কুলে ছটের ছুটি কি তা হলে দু’দিন? পর্ষদ কেন সুস্পষ্ট নির্দেশিকা দিচ্ছে না, প্রশ্ন তোলে বিভিন্ন শিক্ষক সংগঠন। শিক্ষক সংগঠন জানাচ্ছে, যে-সব স্কুল বছরে ৬৫ দিনের ছুটির মধ্যে ছটের ছুটি শনিবার রেখেছে, এই বিজ্ঞপ্তির জেরে তারাও সোমবার ছটের অতিরিক্ত ছুটি পাবে। পর্ষদ বিজ্ঞপ্তি না-দিলে স্কুলের প্রধান শিক্ষকেরা অসুবিধায় পড়তেন।