—প্রতীকী চিত্র।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে দেহ তল্লাশির সময়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে গোলমাল বা শিক্ষক নিগ্রহ করলে দু’বছরের জন্য পরীক্ষা বাতিল হতে পারে, বৃহস্পতিবার জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বুধবার মালদহের বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলে শিক্ষক নিগ্রহে ১১-১২ জন ছাত্র জড়িত বলে প্রাথমিক খবর। চিরঞ্জীব বলেন, ‘‘সিসিটিভির ফুটেজে সাত জন চিহ্নিত। পরীক্ষার পরে অভিযুক্ত ও তাদের স্কুলের প্রধানকে কলকাতায় তলব করা হবে। দোষ প্রমাণিত হলে তাদের এ বছরের পরীক্ষা বাতিল হতে পারে। দু’বছরের জন্যও পরীক্ষায় বসতে না দেওয়া হতে পারে।” সব কেন্দ্রে সিসিটিভি ফুটেজ রাখতে হবে ১৮ এপ্রিল পর্যন্ত। দরকারে চাওয়া হতে পারে। চিরঞ্জীবের মতে, মেটাল ডিটেক্টরে তল্লাশিতে চিরকুটে নকলের প্রবণতা বাড়ছে। ভাঙচুরের শঙ্কায় শেষ দিন পরীক্ষার্থীদের স্কুলের শিক্ষকদের বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রে থাকতে। ভাঙচুর হলে পরীক্ষার্থীদের স্কুলের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে।