—ফাইল চিত্র।
ডিসেম্বরের শেষ সপ্তাহেও কলকাতায় শীতের কনকনে ঠান্ডা আমেজ উধাও। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। সঙ্গে দোসর বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার জেরে মহানগরীতে দিনভর আকাশের মুখভার থাকবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। কলকাতার মতো বাকি জেলাতেও একই সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে বর্ষশেষে শীতের দৌড়ে বাধা দিয়ে খলনায়কের ভূমিকায় পশ্চিমী ঝঞ্ঝা। যদিও নতুন বছরেই ফিরতে পারে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিন কয়েক ধরেই কলকাতায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। যার ফলে শীতের আমেজ পাওয়া যাচ্ছিল না। তাপমাত্রার পারদও স্বাভাবিকের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৭৫ শতাংশ। বৃহস্পতিবার কলকাতায় সারা দিনই আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতা ছাড়াও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকাল থেকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে।
চলতি বছরের শেষ দিন-সহ ইংরেজি নতুন বছরের জন্য অবশ্য আশার কথা শুনিয়েছেন আবহবিদরা। আগামী কয়েক দিন থেকে শহরে ফের শীতের আমেজ পাওয়া যেতে পারে বলেই ।
শুক্রবার শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। পাশাপাশি, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন দফতরের আধিকারিকেরা। ফলে ইংরেজি নতুন বছরের শুরুতেই তাপমাত্রার পারদ নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।