ফাইল ছবি।
গত দু’দিনের মতো বুধবারও মেঘাচ্ছন্নই থাকবে কলকাতার আকাশ। ভোর থেকেই বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। বুধবার সারা দিন জুড়েই আবহাওয়া অনেকটা এ রকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখার জেরে গত ক’দিন ধরে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। আগামী কয়েক ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই পরগনা, হাওড়াতেও হতে পারে বৃষ্টি। রবিবার থেকে টানা বৃষ্টিতে জল জমায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। বুধবার বৃষ্টি বাড়লে শহরবাসীর দুর্ভোগও বাড়তে পারে।
কয়েক দিন ধরে মেঘ-বৃষ্টিতে নেমেছে বাতাসের তাপমাত্রাও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।