Weather Today

Kolkata weather today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, কতক্ষণ চলবে বৃষ্টি, গরম থেকে রেহাই মিলবে?

গত কয়েক দিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল বাংলা। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আর্দ্রতা থাকায় বাড়ছে অস্বস্তিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৯:২১
Share:

ফাইল চিত্র।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টি শেষ পর্যন্ত ভ্যাপসা গরমের বাংলায় স্বস্তি নিয়ে আসবে কি? আপাতত সেই প্রশ্নই বঙ্গবাসীর মনে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী ২-৩ ঘণ্টা। ফলে রাতের দিকে গরম কিছুটা কমলেও কমতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে।

ঝড়ে দুর্ঘটনা এড়াতে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ধরনের বৃষ্টিতে দিনের তাপমাত্রা কমবে, এমন আশ্বাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। ফলে রাতে বৃষ্টি হলেও সকালে আবার একইরকম ভ্যাপসা গরম থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement