ফাইল চিত্র।
আপাতত খানিকটা স্বস্তির খবর কলকাতার জন্য। নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে সরে যাওয়ায় কলকাতার আবহাওয়ার উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রের খবর। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের আকাশ মোটামুটি পরিষ্কার। মাঝে মাঝে দেখা গিয়েছে সূর্যের মুখও। তবে, কলকাতায় বৃষ্টি না হলেও, জেলাগুলিতে দুর্যোগ এ দিনও চলবে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। বর্ধমান, পুরুলিয়া, আসানসোলের মতো বেশ কয়েকটি জায়গায় এ দিন সকাল থেকেই চলছে প্রবল বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি না হলেও এখনও বেশ কিছু এলাকা জলমগ্ন।
আরও পড়ুন: শহরের আকাশে দুর্যোগ, মুখ ঘোরাল ২৬টি উড়ান
এ দিন সকাল থেকে বাস, ট্রেন, মেট্রো চলাচল মোটামুটি স্বাভাবিক বলেও সূত্রের খবর। টিকিয়াপাড়া কারশেড থেকে জল সরানোও সম্ভব হয়েছে। ব্যান্ডেল, বর্ধমান শাখায় লোকাল ট্রেন মোটামুটি সময়তেই চলছে বলে রেল সূত্রে খবর। অন্যদিকে, অবহাওয়ার উন্নতি হওয়ায় বিমান চলাচল শুরু হয়েছে বলে খবর। তবে, আবহাওয়ার সামান্য উন্নতি হলেও এ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।