WBSSC

SSC Recruitment scam: টাকা কার? প্রশ্ন শুনে মুখ ঢাকলেন মুঠোয়, চোখও বুজে ফেললেন পার্থ

পার্থ এবং অর্পিতার ১০ দিনের ইডি হেফাজত বুধবারই শেষ হল। জেরায় এখনও সন্তুষ্ট নয় ইডি। দু’জনকেই আবার হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৪২
Share:

জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে কোনও কথাই বললেন না পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৪:৫৪ key status

মুঠোয় মুখ চেপে রাখলেন পার্থ

এর আগে পর পর দু’দিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বুধবার আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে দৃশ্যতই মুখে কুলুপ আঁটলেন পার্থ। মাস্ক পরেই ছিলেন। দেখা গেল সেই মাস্কের উপরে দু’হাতের আঙুল একসঙ্গে মুঠো করে চেপে রেখেছেন পার্থ। পার্থকে বুধবারও প্রশ্ন করা হয়েছিল, টাকা কার? ইএসআইয়ের হাসপাতালের গেট থেকে বেরোতেই সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাঁকে লক্ষ্য করে। পার্থ জবাব দেননি। বরং বাইরে বেরিয়ে চোখও বুজে ফেলেন তিনি। মাস্কের উপর দু’হাত মুঠো করে আড়াল করে রাখা এবং চোখ বুজে থাকা পার্থকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে চলে যান ইডির আধিকারিকরা। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৪:১৯ key status

টাকা কার? প্রশ্নে মুখে কুলুপ পার্থের

টাকা কার? প্রশ্নে, বুধবার জোকা ইএসআই থেকে বেরিয়ে কোনও জবাবই দিলেন না পার্থ। ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন শিল্পমন্ত্রীকে। তিনি সেই প্রশ্নেরও উত্তর দেননি।  

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৪:১৭ key status

জোকা হাসপাতাল থেকে বেরলেন পার্থ-অর্পিতা, সাংবাদিকদের প্রশ্নের নীরব দু’জনেই

জোকা হাসপাতাল থেকে বের করা হল পার্থ-অর্পিতাকে। এ বার তাঁদের নিয়ে আদালতের পথে রওনা হলেন ইডির তদন্তকারীরা। সাংবাদিকদের প্রশ্নে কোনও জবাবই দিলেন না প্রাক্তন মন্ত্রী। তবে অর্পিতাকে দেখা যায় মাস্ক নামিয়ে কিছু বলতে। গাড়িতে ওঠার আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ‘‘কে আপনার বাড়িতে টাকা রাখল?’’ 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১২:৪২ key status

জোকা ইএসআইতে পার্থ-অর্পিতার কাছে ঘেঁষতে দেওয়া হল না লোকজনকে

জোকা ইএসআই হাসপাতালে পার্থ এবং অর্পিতার ধারে কাছে ঘেঁষতে দেওয়া হল না কাউকে। মঙ্গলবারের জুতো কাণ্ডের পর অতিরিক্ত সতর্কতা ইডির। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১২:৩১ key status

আদালতে যাওয়ার আগে হাসপাতালে পার্থ-অর্পিতা

ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়ার আগে পার্থ এবং অর্পিতাকে আনা হল জোকা ইএসআই হাসপাতালে।  

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৫২ key status

ব্যাঙ্কশাল আদালতে কড়া নিরাপত্তার বেষ্টনী

ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হবে পার্থ এবং অর্পিতাকে। তার আগে আদালত চত্বরে বাড়ানো হল নিরাপত্তার ঘেরাটোপ। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৪১ key status

জুতো কাণ্ডের পর বাড়ানো হল পার্থের নিরাপত্তা

জুতো কাণ্ডের পর পার্থের নিরাপত্তা বাড়ানো হল। মঙ্গলবার পার্থকে লক্ষ্য করে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে জুতো ছুড়েছিলেন এক মহিলা। এমন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে কথা মাথায় রেখে পার্থের নিরাপত্তার বেষ্টনী আরও কড়া ভাবে সাজানো হয়েছে বলে সূত্রের খবর।

সিজিও কমপ্লেক্স থেকে পার্থ এবং অর্পিতাকে নিয়ে বেরলেন ইডির গোয়েন্দারা। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৪০ key status

মঙ্গলবারই হাসপাতালে যান পার্থ-অর্পিতা, তা হলে আবার কেন?

মঙ্গলবারই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় পার্থ-অর্পিতার। প্রশ্ন উঠেছে, তা হলে বুধবারই আবার কেন হাসপাতালকে খবর দেওয়া হল? অনুমান, আদালত যেকোনও মুহূর্তে এঁদের স্বাস্থ্যের খবর নিতে পারে। সেজন্যই আগাম জানানো হয়েছে হাসপাতালকে। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৩৬ key status

খবর দেওয়া হল জোকা ইএসআইতেও

পার্থ এবং অর্পিতাকে সিজিও থেকে বের করার পরই খবর দেওয়া হল জোকা ইএসআইকে। জল্পনা, তবে কি আদালতে যাওয়ার আগে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে পার্থ-অর্পিতাকে?

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১১:৩৪ key status

সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল পার্থ-অর্পিতাকে

বুধবার বেলা সোয়া এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় পার্থ এবং অর্পিতাকে। এখান থেকে তাঁদের ইডির বিশেষ আদালতে তোলার কথা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement