Partha Chatterjee

Partha-Arpita Case: পার্থ-অর্পিতা দু’জনেই শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন, নির্দেশ দিল আদালত

বুধবার দুপুর ৩টে নাগাদ আদালতে নিয়ে আসা হয় পার্থ-অর্পিতাকে। ১০ দিনের হেফাজত শেষে তাঁদের আবার হেফাজতে চাইতে পারে ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৫:৩৯
Share:

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৮:২০ key status

৫ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতেই পার্থ-অর্পিতা

শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন পার্থ এবং অর্পিতা। ইডির বিশেষ আদালত জানিয়ে দিল ৫ অগস্ট পর্যন্ত দু’জনেই ইডি হেফাজতে থাকবেন।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৮:১৮ key status

ইডির পাল্টা যুক্তি, পার্থ তদন্তে সহযোগিতা করছেন না

পার্থের আইনজীবীদের বক্তব্যের জবাবে পাল্টা যুক্তি দিল ইডি। তারা আদালতে জানিয়েছে, অর্পিতা তাঁদের তদন্তে সহযোগিতা করলেও পার্থ সহযোগিতা করছেন না। এ ছাড়াও ইডির যুক্তি, ‘‘উনি তো হেফাজতে নেওয়ার পর হাসপাতালেই ছিলেন দু’দিন।’’ তাদের বক্তব্য পার্থকে জেরা করার যথেষ্ট সময়ই পাননি ইডির আধিকারিকরা।  

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৮:০৪ key status

পার্থ-অর্পিতার হেফাজত চাইল ইডি, পার্থের জামিনের আবেদন আইনজীবীদের

পার্থকে চার দিন এবং অর্পিতাকে তিন দিনের জন্য হেফাজতে চাইল ইডি। জবাবে পার্থের আইনজীবীদের যুক্তি, ‘‘পার্থের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে। তাঁকে জামিনের অনুমতি দেওয়া হোক। পার্থের আইনজীবীরা বলেন, প্যান কার্ডের সাহায্যেও তো অ্যাকাউন্টে নজরদারি করা সম্ভব। তা হলে কেন আবার পার্থকে চারদিনের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে? তাঁরা বলেন, আদালত যদি অনুমতি দেয়, তবে বড়জোর পার্থকে আর দু’দিনের জন্য হেফাজতে নিতে পারে ইডি। তার বেশি নয়।’’ 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৭:৪২ key status

পার্থ-অর্পিতার সঙ্গে দেখা করা নিয়ে আদালতে ‘দরাদরি’ আইনজীবীদের

ইডির হেফাজতে থাকা অর্পিতার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আর্জি জানান অর্পিতার আইনজীবীরা। ইডি তাঁদের জানিয়ে দেয়, দেখা করা যাবে। তবে ১০ মিনিটের জন্য। অর্পিতার সঙ্গে আইনি আলোচনা করবেন জানিয়েই সময় চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। ১০ মিনিটের সময় পেয়ে তাঁরা বলেন, ওই সময়ে আলোচনা সম্ভব নয়। তাঁদের যেন ২০ মিনিটের সময় দেওয়া হয়। সময় নিয়ে দু’পক্ষের এই  ‘দরাদরি’র পর ঠিক হয় ইডির উপস্থিতিতে এক জন আইনজীবী ১৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন। পরে পার্থের আইনজীবীরাও একই অনুরোধ মৌখিক ভাবে করেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:৪২ key status

পার্থ-অর্পিতাকে এজলাস থেকে বের করা হল

পার্থ এবং অর্পিতাকে বিকেল সাড়ে চারটে নাগাদ বের করা হল কোর্ট রুম থেকে। মিনিট দশেক আগেই তাঁদের এজলাসে নিয়ে যাওয়া হয়েছিল। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:৩৩ key status

অর্পিতাকেও আনা হয়েছে কোর্ট রুমে

অর্পিতা মুখোপাধ্যায়কেও আনা হল কোর্ট রুমে। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:৩২ key status

এজলাসে আনা হল পার্থকে

ব্যাঙ্কশাল আদালতে এজলাসে আনা হল এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৫:৩৯ key status

পার্থ-অর্পিতাকে কতদিনের হেফাজতে চাইবে ইডি?

পার্থ-অর্পিতাকে আদালতে হেফাজতে চাইতে পারে ইডি। সূত্রের খবর, ১০ দিনের হেফাজতে পার্থ বার বার ইডিকে সময় এলে সব বলবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দশদিনে পার্থের কাছ থেকে পাওয়া তথ্যে সন্তুষ্ট নন ইডির গোয়েন্দারা। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৫:৩৬ key status

আদালতে ঢোকার মুখে পার্থকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য!

মঙ্গলবারই জোকা হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন এক মহিলা। সূত্রের খবর, বুধবারও আদালতে ঢোকার মুখে পার্থকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে আদালত চত্বরে উপস্থিত কয়েকজনকে।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৫:৩১ key status

ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হল পার্থ-অর্পিতাকে

দুপুর ৩টে নাগাদ ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement