University Grants Commission

ইউজিসি-র বিরুদ্ধে নামছে ওয়েবকুপা

এ বার সক্রিয় হবে তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপা। রবিবার এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু। ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটি গড়ে রাজ্য এই খসড়া খতিয়ে দেখেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩১
Share:
ইউজিসি।

ইউজিসি। —ফাইল চিত্র।

কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিতর্কিত খসড়া বিধির বিরোধিতায় এ বার সক্রিয় হবে তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপা। রবিবার এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু। ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটি গড়ে রাজ্য এই খসড়া খতিয়ে দেখেছে। রিপোর্ট ওই খসড়া বিধির বিপক্ষেই মত দিয়েছে।পাশাপাশি, বিষয়টি নিয়ে সম্মেলন করায় উদ্যোগী হয়েছে রাজ্য। এ বার শাসক দলের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনকেও বিরোধিতায় সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হল।

Advertisement

এ দিন ব্রাত্য বলেন, ‘‘ইউজিসি যে এক তরফা ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত পুরোপুরি উপেক্ষা করে এক আধিপত্যবাদী মানসিকতা থেকে রাজ্যগুলোর উপরে এই বিধি চাপাতে চাইছে, ওয়েবকুপা ধারাবাহিক ভাবে এর বিরোধিতা করবে।’’ পাশাপাশি তিনি জানান, বিজেপির পক্ষ থেকে শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধেও নাগাড়ে বিরোধিতা করা হবে।এ দিন ওয়েবকুপার, ৩৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতি এবং ২০টি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভাপতিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement