Madhyamik Exam

নবম-দশমের ৭৭৫ শিক্ষকের চাকরি গেলেও মাধ্যমিকের খাতা দেখায় প্রভাব পড়বে না, দাবি পর্ষদের

কলকাতা হাই কোর্টের নির্দেশে শুক্রবার নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের চাকরির সুপারিশপত্র বাতিল করেছে পর্ষদ। এর পর শনিবারও ১৫৭ জনের চাকরি গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২১:৫৮
Share:

মে মাসের শেষ দিকে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। প্রতীকী ছবি।

নবম-দশম শ্রেণির ৭৭৫ জন শিক্ষকের চাকরি গেলেও তাঁদের অভাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখায় প্রভাব পড়বে না। শনিবার এমনই দাবি করল মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে শুক্রবার নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের চাকরির সুপারিশপত্র বাতিল করেছে পর্ষদ। এর পর শনিবারও ১৫৭ জনের চাকরি গিয়েছে। ওই শিক্ষকদের বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপির অভিযোগ উঠেছে। ওই উত্তরপত্র যাচাইয়ের পর তাঁদের সরানোর নির্দেশ দেয় হাই কোর্ট। তবে এই নির্দেশের জেরে মাধ্যমিক পরীক্ষার খাতায় দেখার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলে দাবি পর্ষদের। মে মাসের শেষ দিকে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে।

পর্ষদ সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, খাতা দেখার জন্য শিক্ষকের কমপক্ষে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাঞ্ছনীয়। অন্য দিকে, মুখ্য পরীক্ষাকদের ক্ষেত্রেও প্রায় ওই ধরনের নিয়ম মেনে চলা হয়। ফলে হাই কোর্টের নির্দেশে শুক্রবার ৬১৮ জন এবং শনিবার ১৫৭ জন নবম-দশম শ্রেণির শিক্ষকের চাকরি গেলেও মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় তার কোনও প্রভাব পড়বে না বলে পর্ষদের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement